গর্বিত- ৯২ ব্যাচের উদ্যোগে ৯২-ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব আয়োজনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

0


আলহামদুলিল্লাহ। 

মানিকগঞ্জ  জেলার সকল বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের নিয়ে গঠিত গর্বিত- ৯২ ব্যাচের উদ্যোগে ৯২-ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব আয়োজনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গতকাল ২০ অক্টোবর- বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের (বিজয় মেলার মাঠ) শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বন্ধুদের 

নিবন্ধন কার্য্যক্রম। উদ্বোধনী দিনে নিবন্ধন করে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক বন্ধুরা। 


নিবন্ধন কার্য্যক্রম শুরু হওয়ার কথা শোনার পর থেকেই জেলার সকল বিদ্যালয়ের এসএসসি- ৯২ ব্যাচের বন্ধুদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরে থাকা বন্ধুরাও অনলাইনে নিবন্ধন করার আগ্রহ প্রকাশ করছে। গতকাল শতাধিক বন্ধুরা তাদের নিজ নিজ নিবন্ধন সম্পন্ন করেছে। বিভিন্ন বিদ্যালয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য উদযাপন পরিষদ এবং উপজেলা প্রতিনিধিরা সক্রিয়ভাবে কাজ করছে। নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। উৎসবটি আগামী ২৩ ডিসেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে। 


মানিকগঞ্জ জেলার সকল বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় উৎসব আয়োজনের কাজ দ্রুত গতিতে চলছে। জেলার বাইরের বন্ধুরাও অতিথি হিসেবে নিবন্ধনের মাধ্যমে উৎসবে যোগদান করতে পারবে। স্মরণিকা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বন্ধুদের মিলনমেলা আয়োজনে সকল বন্ধুদের সহযোগিতা চাই।'


নিবন্ধনের জন্য উদযাপন পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস (০১৭১২-৭২৬৩৬৩, ০১৯৭৫-৭২৬৩৬৩), সদস্য-সচিব সিরাজুল ইসলাম (০১৭১৩-৫১৭৩২৯),  নিবন্ধন সাব-কমিটির আহবায়ক আবুল কালাম আল আজাদ (০১৭১৪২২৭৪৩৫), সদস্য-সচিব মোঃ কহিনুর হোসেন (০১৭১৩-৫২১৩১৩), সদস্য লাভলী আক্তার (০১৭১১-২৪৯৯৭০) ও আমিনুর রহমান মুকুল (০১৭৮৭-৫৮৬২৬৮)সহ সংশ্লিষ্ট উপজেলা ও বিদ্যালয় প্রতিনিধির সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।



Post a Comment

0Comments
Post a Comment (0)